ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী
ইমরান খানের শাসনামলের মতো দেশ ধ্বংসের কালো অধ্যায়ে আর না ফেরার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে, জনগণ ও সেনাবাহিনীকে সংঘর্ষিক অবস্থানে দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান অসিম মুনির।

সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকালে শপথ নেবেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। এর আগে, এই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেষবার ভাষণ দেন শাহবাজ শরীফ। 

তিনি জানান, পরিস্থিতির ফায়দা তুলে এখনই বিদায় না নেয়ার সুযোগ ছিলো। কিন্তু তা করেনি পিডিএম জোট। তার অভিযোগ, রাজনৈতিক ফায়দা নিতে দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে আইএমএফের সাথে করা ইমরানের চুক্তি দেশকে অর্থনৈতিক দুরবস্থায় ফেলেছে। 

শাহবাজের দাবি, অর্থনৈতিক দুরবস্থায় ডুবন্ত পাকিস্তানকে মাত্র ১৬ মাসের শাসনামলে তীরে টেনে তুলেছে তার সরকার। 

এদিকে, পাকিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক অনুষ্ঠানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে বলেও সতর্ক করেন। 

এছাড়া, কাশ্মীরের অধিকার হরণ ও পাকিস্তানের বিরুদ্ধে ছায়া যুদ্ধের জন্য ভারতকে দায়ি করে বক্তব্য দেন জেনারেল মুনির।