ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

এইচএসসি পরীক্ষা ঘিরে যেসব নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

এইচএসসি পরীক্ষা ঘিরে যেসব নিষেধাজ্ঞা দিলো ডিএমপি
আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩) থেকে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৩ আগস্ট, ২০২৩) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।