ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইরানে মাজারে বন্দুক হামলা, নিহত ১, আহত ৭

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

ইরানে মাজারে বন্দুক হামলা, নিহত ১, আহত ৭
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে একটি মাজারে বন্দুক হামলায় অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছে। প্রায় আড়াইশ' রাউন্ড গুলি ও অস্ত্রসহ হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাতটার দিকে ফার্স প্রদেশের সিরাজ শহরে শাহ চেরাগ মাজারে ঢোকার পথে গুলিবর্ষণ করে এক বন্দুকধারী। এলোপাথাড়ি গুলিতে শুধু মাজারের ভেতরেই নয়; বাইরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকান বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ছাড়ে দোকানীরা। 

আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া হামলাকারীর কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল, আটটি ম্যাগজিন ও দু'শ' ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

গত বছরের অক্টোবরেও মাজারটিতে হামলা চালায় দুই বন্দুকধারী। নিহত হয় অন্তত ১৩ জন। পরে বিবৃতি দিয়ে দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী-আইএস।