Can't found in the image content. একসঙ্গে পিটার হাসের বাসায় ঢুকলেন আ.লীগ, বিএনপি ও জাপার ৫ নেতা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

একসঙ্গে পিটার হাসের বাসায় ঢুকলেন আ.লীগ, বিএনপি ও জাপার ৫ নেতা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

একসঙ্গে পিটার হাসের বাসায় ঢুকলেন আ.লীগ, বিএনপি ও জাপার ৫ নেতা
যুক্তরাষ্ট্র থেকে আসা দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় গিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধি দল।

রবিবার (১৩ আগস্ট) বিকেলে পিটার হাসের বাসায় প্রবেশ করেন তিন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।  

জানা গেছে, এই বৈঠকে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গিয়েছেন। আওয়ামী লীগের পক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এবং জাতীয় পার্টির পক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের ও জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল গিয়েছেন।

বৈঠক শেষে বেরিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ কিংবা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যপারে আমরা আশাবাদী। 

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। সৌহার্দ্য পরিবেশের নিয়ে আলোচনা হয়েছে। কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একদলীয় শাসনের অধীনে নির্বাচন এতদিন হয়েছে। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিবার্চন নিয়ে আলোচনা হয়েন। তারা জানতে চেয়েছিল বলেই এসব কথা হয়েছে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী।