Can't found in the image content. চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে একযোগে বদলি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে একযোগে বদলি

চট্রগ্রাম ব্যুরো | আপডেট: শনিবার, আগস্ট ১২, ২০২৩

চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে একযোগে বদলি
চট্টগ্রামের চারজন সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের (শাখা-১) সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

আদেশে বলা হয়েছে, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমাকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামকে খুলনা বিভাগে একইপদে বদলি করা হয়েছে।  জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

একটি সূত্র জানিয়েছে, কয়েকজন এসিল্যান্ড ভূমি সংক্রান্ত নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। ফলে তাদের বদলি করা হয়েছে। 

তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস যুগান্তরকে জানান, সহকারী কমিশনাদের (ভূমি) কর্মস্থলে দুই বছর হয়ে যাওয়ার কারণে তাদের বদলি করা হয়েছে।