ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদ ইকবাল খানকে। সর্বশেষ তিনি দলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবালকে ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলেছেন রাশেদ ইকবাল খান।
এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, শ্রাবণকে ছাত্রদলের সভাপতি পদ থেকে কেন সরিয়ে দেওয়া হলো?
এ বিষয়ে রাশেদ ইকবাল বলেন, সংগঠনের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তকে আমরা সম্মান করি। যেহেতু সংগঠন করি, সেহেতু সংগঠনের সিদ্ধান্তকে আমরা বরণ করি। উনি (শ্রাবণ) একজন মেধাবী ছাত্রনেতা। এখনো ছাত্রনেতা আছেন। সংগঠনে উনার (শ্রাবণ) অনেক অবদান আছে। পাশাপাশি উনার সমৃদ্ধ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে বলে আমি মনে করি।
ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল বলেন, ‘সংগঠন আমাদের যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা একমাত্র মনোনিবেশের জায়গা। একমাত্র ভাবনার জায়গা। একমাত্র কর্মের জায়গা।’