Can't found in the image content. নামাজের সময়সূচি: ১২ আগস্ট ২০২৩ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নামাজের সময়সূচি: ১২ আগস্ট ২০২৩

ধর্মকথা ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ১২, ২০২৩

নামাজের সময়সূচি: ১২ আগস্ট ২০২৩
মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহর প্রতি ইমান আনার পর মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদত হচ্ছে এই নামাজ।

দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ।

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রত্যেকের নামাজ আদায় করা ফরজ। আর মহান স্রষ্টার নৈকট্য লাভের এই ইবাদত করতে হবে সময়মতো।  

আজ শনিবার, ১২ আগস্ট ২০২৩ (২৮ শ্রাবণ, ১৪৩০ বাংলা, ২৪ মহররম ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি-

ফজর: ৪টা ১৩ মিনিট * জোহর: ১২টা ০৭ মিনিট * আসর: ৪টা ৩৯ মিনিট * মাগরিব: ৬টা ৩৮ মিনিট * এশা: ৭টা ৫৬ মিনিট

ফজর (রোববার, ১৩ আগস্ট): ৪টা ১৩ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে–

বিয়োগ করতে হবে–
চট্টগ্রাম: ৫ মিনিট * সিলেট: ৬ মিনিট * 

যোগ করতে হবে– 
খুলনা: ৩ মিনিট * রাজশাহী: ৭ মিনিট * রংপুর: ৮ মিনিট * বরিশাল: ১ মিনিট
সূর্যোদয় (শনিবার, ১২ আগস্ট):  ৫টা ৩২ মিনিট