ইতিহাসের ভয়াবহতম দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে প্রাণহানি ৬৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ সহস্রাধিক।
হাওয়াইয়ের ফায়ার ব্রিগেড ও ন্যাশনাল গার্ডের শঙ্কা, সময়ের সাথে সাথে বাড়তে পারে মৃতের সংখ্যা। এরইমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে ঐতিহাসিক শহর লাহাইনা। পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন মাউই দ্বীপের পশ্চিমাঞ্চল। নেই পানি ও মোবাইল সংযোগও। আগুন পুরোপুরি না নিভলেও অধিবাসীদের জন্য দুর্যোগপ্রবণ এলাকা খুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১১ আগস্ট) সারাদিনের অভিযানে উদ্ধার হয়েছে ১২ জনের মরদেহ। এখনও অনেক ভস্মীভূত ভবনে উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় প্রাণহানি বাড়ার শঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দাবানলে পুড়ে যাওয়া এলাকাগুলোয় রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি হয়েছে কারফিউ।
চলমান এ পরিস্থিতিকে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া হাওয়াইয়ে ১৯৬০ সালের জলোচ্ছ্বাসে মৃত্যু হয়েছিলো ৬১ জনের।