ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

অন্যান্য জাতীয় সব খবর প্রচ্ছদ জাতীয় প্রশ্নফাঁসে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

অন্যান্য জাতীয় সব খবর প্রচ্ছদ জাতীয় প্রশ্নফাঁসে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেফতার

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতার তিনজন হলেনজনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা এমদাদুল হক খোকন, সোহেল রানা ও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এবি জাহিদ।

 

বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহদাত হোসেন।

 

তিনি বলেন, ঢাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে মোট আটজনকে গ্রেফতার করা হলো।

 

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের পরীক্ষা ৬ নভেম্বর দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এক হাজার ৫১১টি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৪২৭ জন।

 

পরীক্ষার পর পরীক্ষার্থীদের অনেকে প্রশ্নফাঁসের অভিযোগ তোলেন।