সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের হামলায় ২৩ সিরীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
সৈন্যবাহী বাসে সশস্ত্র জঙ্গিরা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইরাক সীমান্ত ঘেঁষা দেইর আজ জর প্রদেশে মায়াদিন শহরের কাছে মরুভূমির সড়কে বাসটি চলার সময় এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি বলছে, ২০১৯ সালে পরাজিত হয়ে এই অঞ্চলে আত্মগোপনে থাকা ইসলামিক স্টেটসের (আইএসআইএল) সদস্যরা হামলার ঘটনাটি ঘটিয়েছে। সশস্ত্র সদস্যরা বাসটি ঘিরে গুলি করতে শুরু করে।
সিরিয়া সরকার বা সিরিয়ার সেনাবাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
অবজারভেটরির প্রধান রামি আবদুররাহমান বলছেন, গত কয়েক মাসে হামলার তীব্রতা বেড়েছে। আইএসআইএল সাম্প্রতিক সময়ে ভয়াবহ সামরিক হামলার পরিমাণ বাড়াচ্ছে...তাদের লক্ষ্য বেশি সংখ্যক মৃত্যু ঘটানো।
এর মাধ্যমে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তাদের গোষ্ঠী এখনো সক্রিয় ও শক্তিশালী।