Can't found in the image content. ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

শুক্রবার (১১ আগস্ট) ভোরে হঠাৎ করে কেঁপে ওঠে ওই অঞ্চল।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার (২৮.৫৮ মাইল) গভীরে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা, এটা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।