Can't found in the image content. যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে আগুনে অন্তত ৩৬ জনের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে আগুনে অন্তত ৩৬ জনের মৃত্যু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে আগুনে অন্তত ৩৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ছড়িয়ে পড়া আগুনে মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। উদ্ধার তৎপরতা জোরদারে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের পাশাপাশি জারি হয়েছে জরুরি অবস্থা।

প্রাথমিকভাবে মানবসৃষ্ট কারণে হাওয়াইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউই দ্বীপে এই আগুন লাগে বলে জানায় স্থানীয় প্রশাসন। এর সাথে নিকটবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ডোরার প্রভাবে হাওয়ার দাপট অব্যাহত থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে ঐতিহাসিক রিসোর্ট সিটি লাহাইনা। অসংখ্য গাড়ির পাশাপাশি আগুনে পুড়েছে শত বছর পুরনো দু'শতাধিক স্থাপনা, যার অনেকগুলোই সতের শতকে তৈরি। আগুন থেকে রক্ষা পেতে স্থানীয়দের অনেককেই নৌকা নিয়ে সাগরে অবস্থান করতে দেখা যায়।

অগ্নিকাণ্ডে ঘরহারা দু'হাজারের বেশি মানুষ। কাহুলুই বিমানবন্দরে আটকা আরও দু'হাজারের বেশি পর্যটক। বুধবার জরুরি অবস্থা জারির পর ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য প্রেসিডেন্ট বাইডেনের সহায়তা চেয়েছেন গভর্নর জশ গ্রিন। এঅবস্থায় হাওয়াইয়ে ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ।