অবশেষে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। ‘বিতর্কিত’ দুটি দলের নিবন্ধনের প্রজ্ঞাপন আজই জারি হবে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য তালিকায় রাখা হয়েছিল। একই সঙ্গে দল দুটির বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে তাও জানাতে বলা হয়েছিল। এতে তিনটি অভিযোগ জমা হয়। সেসব অভিযোগ শুনানির পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
এর আগে বিএনএমকে ভুঁইফোড় সংগঠন আখ্যা দিয়ে নিবন্ধন না দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আইনজীবী আবু নাছের খান।
অপরদিকে বিএসপির বিরুদ্ধে দুটি অভিযোগ জমা পড়েছিল। একটিতে সম্পত্তি দখলের অভিযোগ করেন দলের সভাপতি শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদের ছোট ভাই শাহাজাদ সৈয়দ শহিদউদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ও তার দুই বোন। অন্যটিতে নামের মিল থাকার অভিযোগ তোলেন বাংলাদেশ শ্রমজীবী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আব্দুল কাদের জিলানী।