Can't found in the image content. মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: পার্লামেন্টে আলোচনা শুরু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: পার্লামেন্টে আলোচনা শুরু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩

মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: পার্লামেন্টে আলোচনা শুরু
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ-লোকসভায়। সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারের পতন না ঘটলেও মোদীকে কোণঠাসা করতে একাট্টা সদ্য সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধীদের জোট- 'ঐক্যজোট ইন্ডিয়া'।  

সংসদীয় বিধি অনুযায়ী লোকসভা স্পিকার অনাস্থা প্রস্তাবের নোটিস গ্রহণের ১০ দিনের মধ্যে আলোচনা শুরুর কথা। স্পিকার ওম বিড়লার অনুমোদনক্রমে মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আলোচনা শুরু হয়। গত ২৬ জুলাই এই অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়। তিনদিনে ১২ ঘন্টা এই বিষয়ে আলোচনা হবে। এরমধ্যে বিজেপি ৬ ঘণ্টা ৪১ মিনিট ও কংগ্রেস এক ঘণ্টা ১৫ মিনিট সময় পাবে। বিরোধীদের পক্ষে আলোচনার সূচণা করবেন রাহুল। ১০ আগস্ট বর্ষাকালীন অধিবেশন সমাপ্তির দিন বিরোধীদের দেয়া বক্তব্যের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই, দীর্ঘদিন পর মোদি-রাহুল পাল্টাপাল্টি বিতর্ক দেখতে যাচ্ছে ভারত।

সদস্যপদ ফেরত পাওয়ায় সোমবারই লোকসভায় যান রাহুল। নতুন বিরোধী জোট-ইন্ডিয়ার বিধায়কদের শুভেচ্ছায় সিক্ত হন কংগ্রেস শীর্ষ নেতা। অনাস্থা প্রস্তাব পাস করতে লোকসভার পাঁচশ' ৪৩ সদস্যের মধ্যে ন্যূনতম দুইশ' ৭২ জনের সমর্থন লাগবে, বর্তমানে ক্ষমতাসীনদের এনডিএ জোটের সদস্য সংখ্যা তিনশ' ৩২ জন। সূত্র: বিবিসি