ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শাহবাগ থানায় মামলার আবেদন বিএনপি সমর্থক আইনজীবীদের

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩

শাহবাগ থানায় মামলার আবেদন বিএনপি সমর্থক আইনজীবীদের
নারী আইনজীবীকে মারধর ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ ২২ জন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীর নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। 

এ বিষয়ে সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান খান বলেন, তিনিসহ মামলার আবেদনকারী আইনজীবী জেসমিন জাহান করিম, মিনা বেগম মিনি, সালমা সুলতানা ও রাসেল আহমেদ এফআইআর নিয়ে বৃহস্পতিবার বিকালে শাহবাগ থানায় যান। 

তাদের সঙ্গে থানার ওসি ও ওসি তদন্ত কথা বলেছেন। তাদের এফআইআরের কপি রেখে দিয়েছেন। তবে মামলা গ্রহণের বিষয়ে কিছু বলেননি।

এর আগে সুপ্রিমকোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে স্লোগান-পালটা স্লোগান ও একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান দেন- এ রায় মানি না, ফরমায়েশি রায় মানি না। সরকারের পতন নিয়ে অবৈধ সরকার মানি না, মানবো না। 

এ সময় আওয়ামীপন্থি আইনজীবীরাও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনে) সামনে অবস্থান নেন। এরই একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা প্রথমে ঠেলাঠেলি শুরু করেন। এরপর ধাক্কাধাক্কিতে লিপ্ত হন দুপক্ষই।