Can't found in the image content. পুলিশের কাজে বাধা ও বিন ইয়ামিনকে আশ্রয় দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পুলিশের কাজে বাধা ও বিন ইয়ামিনকে আশ্রয় দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩

পুলিশের কাজে বাধা ও বিন ইয়ামিনকে আশ্রয় দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আসামি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নিজ বাসভবনে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবিপ্রধান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বলপ্রয়োগ করে আসামি আনতে পারি।

হারুন বলেছিলেন, যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি। তিনি ফেসবুক-ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছেন। তার নামে মামলা রয়েছে। ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার (নুর) বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল তার। সেটা না করে উল্টো পুলিশের ওপর চড়াও হলেন নুর। পুলিশকে গালিগালাজ করলেন। তিনি সরকারি কাজে বাধা দিলেন।

মঙ্গলবার রাত ২টার দিকে ফেসবুক লাইভে নুরুল হক নুর বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে পুলিশ নুরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়।

তবে বুধবার বেলা ২টার দিকে নুরুল হক নুর যুগান্তর অনলাইনকে বলেন, মতিঝিল থানায় করা বিস্ফোরক আইনের মামলা এবং কার্যালয় ভাঙচুরের মামলায় বিন ইয়ামিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।

নুরের অভিযোগ, তার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোনও পুলিশ নিয়ে গেছে। এ সময় একজন পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন। তারা দুর্ব্যবহারও করেছেন। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।