Can't found in the image content. বিএসইসিতে ৩ পদে চাকরির সুযোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএসইসিতে ৩ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

বিএসইসিতে ৩ পদে চাকরির সুযোগ

বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

১। পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা।

বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)।

২। পদের নাম: গাড়িচালক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা ভারি মোটরগাড়ি চালনায় বৈধ লাইসেন্স প্রাপ্ত। মোটরগাড়ি চালনায় অভিজ্ঞ।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৩। পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

বয়সসীমা: ৩০ বছর।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ক্রমিক নং ০১ এ উল্লিখিত পদের জন্য ৩০০ টাকা এবং ক্রমিক নং ০২-০৩ এ উল্লিখিত পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি বিকাশ/নগদ এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত।