ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

টিকলো না জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

টিকলো না জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা
বিশ্ব নেতাদের দাম্পত্য জীবনের মধ্যে বেশ প্রশংসিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়া। বহুল প্রশংসিত এই জুটিরও বিচ্ছেদ ঘটলো গাঁটছাড় বাধার ১৮ বছর পর। বুধবার (২ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দেন জাস্টিন। বার্তা সংস্থা সিএনএন এ খবর জানিয়েছে।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়া ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান রয়েছে। ইতিমধ্যে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রুডো দম্পতির পথ আলাদা হতে যাচ্ছে। এরই মধ্যে তারা এ বিষয়ক একটি চুক্তিও করেছে।

ইনস্টাগ্রামের ওই পোস্টে ট্রুডো বলেন, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে। সোফির সঙ্গে অনেক সিদ্ধান্তের মাধ্যমে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছি।

৫১ বছর বয়সী ট্রুডো আর ৪৮ বছর বয়সী সোফি নিজেদের সন্তানদের মঙ্গলের জন্য ‘গোপনীয়তা’ ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।  যেকোনও ছুটির দিনে একত্রিত হবেন তারা।