Can't found in the image content. মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

পাওলিনো গোমেজ

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষের স্বীকৃতিপ্রাপ্ত জোসে পাউলিনো গোমেজ ১২৭ বছর বয়সে মারা গেছেন। 

গত ২৯ জুলাই ব্রাজিলের কোরেগো ডেল ক্যাফে গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। খবর এএফপির

খবরে বলা হয়, বার্ধক্যের কারণে গোমেজের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিজের ১২৮তম জন্মদিন পালনের মাত্র সাত দিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মিডিয়া রিপোর্ট অনুসারে, শতবর্ষী গোমেজ পশু প্রশিক্ষক হিসাবে কাজ করতেন এবং চার বছর আগে পর্যন্ত ঘোড়ায় চড়তেন। 

জোসে পাওলিনো গোমেজ বিয়ে করেছিলেন ১৯১৭ সালে। যে গ্রামে তিনি থাকেন, তার নিকটবর্তী শহর পেদ্রা বনিতার একটি রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হওয়া সেই বিয়ের সনদ অনুসারে, তার জন্ম হয়েছিল ১৮৯৫ সালের ৪ আগস্ট।

নিজের জীবদ্দশায় দু’টি বিশ্বযুদ্ধ এবং তিনটি বৈশ্বিক মহামারি প্রত্যক্ষ করেছেন পাওলিনো গোমেজ।