Can't found in the image content. ওডেসায় রুশ ড্রোন হামলা ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ: জেলেনস্কি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ওডেসায় রুশ ড্রোন হামলা ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ: জেলেনস্কি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

ওডেসায় রুশ ড্রোন হামলা ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ: জেলেনস্কি
ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ড্রোন হামলাকে ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হস্তক্ষেপের অনুরোধ জানান।

বুধবার ড্রোন হামলার পরপরই টেলিগ্রামে তিনি এই আহ্বান জানান। খবর সিএনএনের।

তিনি বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও শস্য ও খাদ্য নিরাপত্তার ওপর হামলা চালাল। বিশ্বকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ওডেসায় ইচ্ছাকৃতভাবে শস্য ভাণ্ডারে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে তারা।

এদিন ওডেসায় ইরানের তৈরি মস্কোর শাহেদ ১৩৬ ও ১৩১ মডেলের ২৩টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। তাদের এই বীরত্বের প্রশংসা করেছেন জেলেনস্কি। বলেন, যুদ্ধের আরকেটি রাত। আমাদের বীরত্বপূর্ণ বিমান প্রতিরক্ষার একটি রাত। সাধ্য অনুযায়ী প্রতিরোধ করছি আমরা।

আঞ্চলিক প্রধান ওলেহ কিপার বলেন, হামলায় একটি শস্য সংরক্ষণ গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে গত মাসে রাশিয়া সরে যাওয়ার পর বন্দরে হামলা জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনের শস্য গুদামগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।