Can't found in the image content. যে দুই মামলায় গ্রেফতার বিন ইয়ামিন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যে দুই মামলায় গ্রেফতার বিন ইয়ামিন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

যে দুই মামলায় গ্রেফতার বিন ইয়ামিন

বিন ইয়ামিন

গণঅধিকার পরিষদের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাকে বিস্ফোরক আইনে করা মামলা এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করেছে বলে জানা গেছে।

এর আগে অভিযোগ পাওয়া যায় যে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নূরের বাসায় অভিযান চালিয়েছে। এ সময় বিন ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে আজ বুধবার বেলা ২টার দিকে নুরুল হক নূর বলেন, মতিঝিল থানায় করা বিস্ফোরক আইনের মামলা এবং কার্যালয় ভাঙচুরের মামলায় বিন ইয়ামিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এদিন সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দুপুরে গ্রেফতার ইয়ামিনকে আদালতে হাজির করা হবে। তবে এ বিষয়ে নুরুল হক নূর বলেন, এখনো তাকে আদালতে আনা হয়নি। দুপুরের খাবারের (লাঞ্চ) পর তাকে আদালতে আনার কথা রয়েছে।