পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশ এক নাম্বার দেশ, একইভাবে শান্তিপূর্ণ দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানান তিনি।
বুধবার (২ আগস্ট) রাজধানীর সবুজবাগে বৌদ্ধবিহারের এক অনুষ্ঠানে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, হিংসা বিদ্বেষ থেকে অশান্তি শুরু হয়, ধর্মে-বর্ণে হানাহানি হয়। সব ক্ষেত্রে শান্তির বার্তা ছড়িয়ে দিলে ধর্মে-বর্ণে হানাহানি কমে যাবে। বলেন, মানুষের মাঝ থেকে হিংসা বিদ্বেষ কমলে অশান্তি দূর হয়ে যাবে।
দেশের উন্নয়নের জন্য শান্তি দরকার বলে মন্তব্য করেন ডক্টর একে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান তিনি। সরকারের পাশাপাশি সবাইকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।