Can't found in the image content. শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু
শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে মঙ্গলবার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, কালোব্যাজ ধারণ, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ এরূপ আরও। 

বরিশালে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি শুরু হয়েছে। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। রাজশাহীতে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু। 

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার। 

জামালপুরে আগস্টের প্রথম প্রহরে আলোর মিছিল ও বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। 

চাঁদপুরের কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার, উপজেলা যুবলীগের সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন অংশগ্রহণ করেন।

টাঙ্গাইলে সমাবেশ ও মিছিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে প্রতিরোধ মিছিল বের হয়। এতে সংসদ-সদস্য মো. ছানোয়ার হোসেন, হাসান ইমাম খান সোহেল হাজারী, তানভীর হাসান ছোট মনির ও খান আহমেদ শুভ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো.নূরুল আলম। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার অংশগ্রহণ করেন।