পররাষ্ট্রমন্ত্রীকে সরানোর পর এবার পারমাণবিক বাহিনীতেও বড় রদবদল আনল চীন। মঙ্গলবার পারমাণবিক অস্ত্রাগার পরিচালনাকারী একটি অভিজাত ইউনিটের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে অপসারণ করলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
তাদের জায়গায় নৌবাহিনীর সাবেক উপপ্রধান ওয়াং হুবিন এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শু শিসেংকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিজাত এ বাহিনীর রকেট ফোর্স ইউনিটের প্রধান জেনারেল লি ইয়ুচাও ও তার সহকারী জেনারেল লিও গুয়ানবিন কয়েক মাস ধরে ‘নিখোঁজ’ ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের মতো পরিণত ঘটল তাদেরও। গত এক যুগের মধ্যে চীনের সামরিক নেতাদের এটিই সবচেয়ে বড় অপ্রত্যাশিত রদবদলের ঘটনা।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির গবেষক লয়েল মরিস বলেছেন, ‘সর্বশেষ শুদ্ধি অভিযান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চীন গত কয়েক দশকের মধ্যে তাদের পারমাণবিক নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন আনছে।’
তিনি আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করেছেন। কিন্তু তার মানে পুরোপুরি কর্তৃত্ব স্থাপিত হয়ে গেছে এমনটি নয়। শি এখনো উচ্চপর্যায়ে দুর্নীতির ব্যাপারে আশঙ্কা করেন এবং ইঙ্গিত দিয়েছেন-দলে এখনো পুরোপুরি আনুগত্য প্রতিষ্ঠিত হয়নি।’
রকেট ফোর্সে ইউনিটের সদ্য সাবেক দুই উচ্চপদস্থ কর্মকর্তার অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তবে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ দুজনের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে।