ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

ঢাবিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ

নাইমুর রহমান ইমন, ঢাবি প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

ঢাবিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ মিনারের পাশে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় হুট করে একটি গাছ গাড়ির উপর ভেঙে পড়ে। এ সময় গাছের চাপা পড়ে এক রিকশা আরোহী গুরুতর আহত হন। 

এছাড়া ওই রিকশার চালকও আঘাত পান। ওই রিকশার পাশেই একটি প্রাইভেট কারে থাকা ড্রাইভারও আহত হয়েছেন।

মো. ইয়াছিন নূরী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, শহিদ মিনারের পাশের একটা কৃষ্ণচূড়া গাছ ভেঙে একটা গাড়ি ও একটা রিকশার উপর পড়ে যায়। গাড়ির ভেতরে থাকা সবাই ছোটখাটো চোট পেয়ে রক্ষা পেলেও পাশে থাকা রিকশার একজন ভাই গুরুতর আহত হন। উনি আমাদের ভার্সিটিরই বড় ভাই এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত আছেন। ঘটনার সময় আমরা কয়েকজন স্পটের পাশেই ছিলাম। ঘটনা ঘটার পর আমি ও আমার বন্ধুরা মিলে ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই হারুন উর রশিদ সরকার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।