ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে। 

মঙ্গলবার উপকূলের বেশিরভাগ এলাকায় থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা অপেক্ষাকৃত বেড়েছে। বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে। 

এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

আরও পড়ুন: আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়েছে, পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।