Can't found in the image content. যৌথ হামলার প্রতিবাদে এবি পার্টির ‘বিক্ষোভ মিছিল’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যৌথ হামলার প্রতিবাদে এবি পার্টির ‘বিক্ষোভ মিছিল’

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ৩১, ২০২৩

যৌথ হামলার প্রতিবাদে এবি পার্টির ‘বিক্ষোভ মিছিল’

যৌথ হামলার প্রতিবাদে এবি পার্টির ‘বিক্ষোভ মিছিল’ ছবি: সংগৃহীত

চলমান এক দফা আন্দোলন কর্মসূচিতে ‘ছাত্রলীগ-পুলিশের যৌথ হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

সোমবার রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রম ভবন চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা দেখেছি, মার্কিন ভিসানীতি ঘোষণার পর পুলিশের দলীয় ক্যাডাররা কিছুটা গুটিয়ে যায়। এতে সরকার ছাত্রলীগ, যুবলীগ দিয়ে পালটা সমাবেশ-কর্মসূচি করে বিরোধী দলগুলোকে মোকাবিলার ঘোষণা দিয়েছিল; কিন্তু গত এক মাসে তাদের প্রত্যেকটি সভা-সমাবেশ ফ্লপ করার পর তারা দিশেহারা হয়ে পড়ে। এবার আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশলীগ যৌথভাবে হামলা শুরু করেছে। অতীতের সব ফ্যাসিবাদী শাসকরা একই পথ অনুসরণ করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।

সংক্ষিপ্ত পথসভা ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, কেন্দ্রীয় নেতা আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, যুবনেতা শাহাদাত উল্লাহ টুটুল প্রমুখ।