ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

আওয়ামী লীগের তহবিলে আছে ৭৩ কোটি ২৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জুলাই ৩১, ২০২৩

আওয়ামী লীগের তহবিলে আছে ৭৩ কোটি ২৮ লাখ টাকা
নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২২ সালের শেষে দলটির আয়-ব্যয় শেষে মোট উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর বছর শেষে স্থিতিশীল তহবিল ৭৩ কোটি  ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা। 

সোমবার (৩১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিতে যান আওয়ামী লীগের প্রতিনিধি দল। ওই সময় 
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে ২০২২ সালের আয় ব্যয়ের হিসাব জমা দেন। 

এ সময় দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুর সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

২০২২ সালের পঞ্জিকা বছরের আওয়ামী লীগের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। এই সময়ের মধ্যে দলটির ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।  আর বছর শেষে উদ্বৃত্ত ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। বছর শেষে স্থিতিশীল তহবিল ৭৩ কোটি  ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা