Can't found in the image content. বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: ছাত্রলীগের ৭ জন বহিষ্কার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: ছাত্রলীগের ৭ জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জুলাই ৩০, ২০২৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: ছাত্রলীগের ৭ জন বহিষ্কার
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।

উপদপ্তর সম্পাদক বাশার জানান, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রাফি উজ সাকলাইন, তন্ময় হোসেন, রুদ্র দেব নাথ, মিঠু হোসেন, ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মাঝে নেতৃত্বকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে কলেজ প্রাঙ্গণে যাওয়ার পর একই বিষয় কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী উভয়ের ছবি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দুগ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে।