পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর যাত্রাবাড়িতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অবস্থান কর্মসূচি থাকলেও দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সম্পূর্ণ এলাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে রেখেছ। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন শহীদ রাসেল পার্কে জমায়েত হয়েছেন। শান্তি সমাবেশের ব্যানারে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় নেতাকর্মীরা ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনুর নেতৃত্বে অবস্থান নিয়েছেন।
১১টা ৪০ মিনিটে অত্র এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের শান্তি সমাবেশের বিক্ষোভে অংশ নেন সাবেক আইন প্রতিমন্ত্রী কৃষি মন্ত্রণায়ক বিষয়ক সংসদীয় মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি কামরুল ইসলাম এমপি।