ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

নির্দেশনা না মেনে কর্মসূচি পালন করলেই কঠোর ব্যবস্থা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুলাই ২৯, ২০২৩

নির্দেশনা না মেনে কর্মসূচি পালন করলেই কঠোর ব্যবস্থা: পুলিশ
নির্দেশনা অমান্য করে অবস্থান কর্মসূচি পালন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান। 

শনিবার (২৯ জুলাই) যাত্রাবাড়ীর শনিরআখড়াতে পুলিশ কড়াকড়ি অবস্থান নিয়েছে। সেখানে এ কথা বলেন যুগ্ম পুলিশ কমিশনার।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এরপর আওয়ামী লীগও একই স্থানে শান্তি সমাবেশের ঘোষণা দেয়। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। 

এদিকে যাত্রাবাড়ীর যান চলাচল স্বাভাবিক থাকলেও মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।