ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

মহাসমাবেশে তাবিথের উদ্যোগের প্রশংসা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২৯, ২০২৩

মহাসমাবেশে তাবিথের উদ্যোগের প্রশংসা
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সারা দেশ থেকে জড়ো হওয়া নেতাকর্মীদের সুবিধার্থে বেশ কিছু মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বিএনপির হয়ে ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সমাবেশে মোবাইল টয়লেট স্থাপনে তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

নয়াপল্টন মোড়েই স্থাপন করা হয়েছে বেশকিছু মোবাইল টয়লেট। ফরিদপুর থেকে সমাবেশে আসা মো. আসলাম জানান, বড় কর্মসূচিতে এলে বাথরুম পাওয়া খুবই দুষ্কর। এবার মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকায় ভালো হয়েছে। তাবিথ আউয়াল সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে তাবিথ আউয়াল বলেন, অনেক কষ্ট ও ভোগান্তি সহ্য করে নেতাকর্মীরা সমাবেশে আসে। প্রত্যেক কর্মসূচিতেই আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করি। এবার মোবাইল টয়লেটের উদ্যোগ নিয়েছি। কেননা এটি মানুষের জন্য খুবই জরুরি। আমার এ ক্ষুদ্র উদ্যোগ নেতাকর্মীদের সামান্য উপকারে আসলে সেটা আমাকে আনন্দ দেবে।