Can't found in the image content. তারেক রহমান লাদেন রহমানে পরিণত হয়েছেন: নানক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

তারেক রহমান লাদেন রহমানে পরিণত হয়েছেন: নানক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২৯, ২০২৩

তারেক রহমান লাদেন রহমানে পরিণত হয়েছেন: নানক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন ‘লাদেন রহমানে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। 

সমাবেশে তারেক রহমানের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। যদি করেন তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দেবে।’ 

নানক বলেন, নির্বাচন সন্নিকটে আসায় বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছ, তারা একটা ভূতুড়ে সরকার আনতে চায়। 

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে নানক বলেন, সতর্ক থাকতে হবে। ’১৪ সালে নির্বাচন বয়কটের নামে রাস্তা-গাছপালা, রেললাইন উপড়ে ফেলেছিল। 

এর আগে বেলা ২টায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ডাকা এই সমাবেশ শুরু হয়।