Can't found in the image content. ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে থেমে থেমে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে থেমে থেমে

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩

ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে থেমে থেমে
রাজধানীতে আবার শুরু হয়েছে বৃষ্টি। ভোরে এক পশলা বৃষ্টির পর রোদ উঠে গিয়েছিল রাজধানীর বেশিরভাগ এলাকায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আবার আকাশ কালো করে। তবে বৃষ্টি হচ্ছে হালকা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের বাকি সময়ও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলতে পারে একই অবস্থা। এটি থাকতে পারে আরও তিন দিন।

সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। শ্রাবণের কয়েকদিন তাপপ্রবাহে পোড়ার পর এই বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এসেছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ঊড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।