দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে সরকারবিরোধী অবস্থান জানান দেবে।এছাড়া ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ সরকারবিরোধী দলগুলোও কর্মসূচি দিয়েছে।সবমিলিয়ে ঢাকা আজ সমাবেশের নগরী।
এর মধ্যে বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। আর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে, বেলা আড়াইটায়। নয়াপল্টনে ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে জাসাসের শিল্পীরা গান পরিবেশন করছেন।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বেলা তিনটায়, মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে। ১২-দলীয় জোটের সমাবেশ বেলা তিনটায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ বেলা ১১টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে।
এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
গণফোরাম ও পিপলস পার্টি বেলা তিনটায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো পাশে এবং এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে। গণ অধিকার পরিষদের (নুরুল-রাশেদ) বিক্ষোভ সমাবেশ পল্টনে প্রিতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। গণ অধিকার পরিষদ (কিবরিয়া-ফারুক) সমাবেশ করবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল চারটায়। বাংলাদেশ লেবার পার্টির সমাবেশ বিজয়নগর পানির ট্যাংকের সামনে বেলা সাড়ে তিনটায়।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী যুব আন্দোলন পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
প্রসঙ্গত, বিএনপি বৃহস্পতিবার মহাসমাবেশ ডেকেছিল।ওই দিন তাদের সমমনা দলগুলোরও কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ সেদিন নয়াল্টনে সমাবেশের অনুমতি দেয়নি। এ কারণে সমাবেশ পিছিয়ে দেওয়া হয়।