Can't found in the image content. বিএনপি-আ.লীগ সমাবেশ, এড়িয়ে চলবেন যেসব সড়ক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএনপি-আ.লীগ সমাবেশ, এড়িয়ে চলবেন যেসব সড়ক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩

বিএনপি-আ.লীগ সমাবেশ, এড়িয়ে চলবেন যেসব সড়ক
রাজধানী ঢাকায় আজ শুক্রবার একই সঙ্গে সমাবেশের আয়োজন করেছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি মহাসমাবেশ করবে রাজধানীর নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।

এ দুটি সমাবেশের স্থান মোটামুটি দুই কিলোমিটার। তবে পালটাপালটি এ সমাবেশ ঘিরে সহিংসতার পাশাপাশি রাজধানীজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। তাই ভোগান্তি এড়াতে আজ বেশ কিছু রুট এড়িয়ে চলতে পারেন।

আজ সারা দিন রাজধানীর যেসব সড়কে থাকবে রাজনৈতিক কর্মসূচি:

দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

বিকাল ৩টায় মৎস্যভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

বিকাল ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

বিকাল ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে ১২-দলীয় জোট।

বিকাল ৩টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি।

বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব সামনে সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (ড. রেজা)।

বিকাল ৩টায় কারওয়ানবাজার এফডিসিসংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবে এলডিপি।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

বিকাল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের কাছে সমাবেশ করবে লেবার পার্টি।

বিকাল ৩টায় মালিবাগ মোড় হোসাফ টাওয়ারসংলগ্ন এলাকায় সমাবেশ করবে এনডিএম।

এসব সড়কে আজ দিনব্যাপী ব্যাপক যানজট তৈরির আশঙ্কা রয়েছে। ফলে আজ এসব রুট আজ এড়িয়ে চলাই ভালো।