Can't found in the image content. দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩

দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ এবং বিএনপি, দু-দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারা যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন। দেশের আইন মেনে চলবেন, জনদুর্ভোগ সৃষ্টি না করেন—সে জন্য আমি আহ্বান রাখব। তারা যেন কোনো রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হন।

তারা যদি এটি অতিক্রম করে জনদুর্ভোগ সৃষ্টি করেন কিংবা জানমালের ক্ষতি করেন কিংবা কোনো জায়গায় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা পালন করবেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমরা অনুরোধ করছি বড় ২ দলকে তারা যেন রাস্তা বর্জন করে। তারা যেন সহিংসতা না করেন সেটি আমরা অনুরোধ করব।'

'কারা কোথায় সমাবেশ করবে আমরা এখনো কিন্তু জানি না। আমরা বলছিলাম মাঠে করতে। তাদের অসুবিধা থাকলে আমরা পরে বিবেচনা করব,' আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।

তবে বিএনপি রাজধানীর নয়াপল্টনে আর আওয়ামী লীগের তিন সংগঠন বাইতুল মোকাররম এলাকায় সমাবেশ করতে চায়।

পুলিশ তাদের এই দুটি স্থানে অনুমতি না দেওয়ায় সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করেছেন আওয়ামী লীগ ও বিএনপি।

বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে গত ২২ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেয়নি ডিএমপি। বিকল্প ভেন্যু হিসেবে পুলিশের পক্ষ থেকে দলটিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে বলা হয়। সেখানে মহাসমাবেশ করতে অনাগ্রহ দেখায় দলটি।

এদিকে আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি।

বিএনপি আজ সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে নয়াপল্টনেই তারা কাল সমাবেশ করবে। আওয়ামী লীগও বাইতুল মোকাররমে সমাবেশ করার বিষয়ে অনড়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি।