পূর্ব ইউক্রেনের শহর কোস্তিয়ানতিনিভকাতে ক্লাস্টার বোমায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার ইউক্রেনীয় টিভিতে এক সাক্ষাৎকারে দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ তথ্য জানান। খবর সিএনএনের।
তিনি বলেন, সোমবার আরেকটি ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। ক্লাস্টার বোমা একটি জলাশয়ের ওপর বিস্ফোরিত হয়। এতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
কিরিলেঙ্কো বলেন, নিহতদের মধ্যে একজন ১১ বছর বয়সি মেয়ে, একটি ১০ বছর বয়সি ছেলে এবং একজন ২৮ বছর বয়সি যুবক রয়েছে। ছয়জন আহত হয়েছেন।
তিনি বলেন, ক্লাস্টার বোমার আঘাতে নিহত ছেলেটির মায়ের অবস্থাও গুরুতর। তাকে পার্শ্ববর্তী অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। এবার রাশিয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। আমি শিশুদের সঙ্গে অভিভাবকদের সরে যেতে অনুরোধ করছি।
ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা এমন বোমা যেটি যে এলাকায় পড়ে সেই এলাকার অনেক অংশজুড়ে এটি ছড়িয়ে পড়ে। ইউক্রেনীয় সেনারা এখন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে। বিপরিত রাশিয়াও একই বোমা ব্যবহার করছে ইউক্রেনীয়দের বিরুদ্ধে।