ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঝালকাঠির সেই বাসচালক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুলাই ২৬, ২০২৩

ঝালকাঠির সেই বাসচালক গ্রেফতার
ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গিয়ে ১৭ জন নিহতের ঘটনায় বাশার স্মৃতি বাসটির চালক মোহন খানকে গ্রেফতার করেছে র্যাব। 

মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এর আগে সোমবার বিকালে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে বাসটির সুপারভাইজার মো. ফয়সাল মিজানকে গ্রেফতার করা হয়।

রোববার রাতে চালকসহ তিনজনের নামে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে মামলা করেন।

আসামিদের মধ্যে চালকের সহকারী আকাশ এখন পলাতক রয়েছে। 

গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উলটে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। এদের মধ্যে ৮ নারী, ৬ পুরুষ ও ৩ শিশু। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।