ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা থামাবে না কিয়েভ। সম্প্রতি ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার ঘটনার মধ্যেই এমন বার্তা দিলেন তিনি।
সংবাদমাধ্যম সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিমিয়া সেতুতে হামলা হলে তাদের সক্ষমতা কমে আসবে। কারণ, এই সেতু দিয়ে রসদ সরবরাহ করছে মস্কো।
সেতুটি স্থায়ীভাবে ধ্বংস করা হবে কিনা প্রশ্নের উত্তরে রেজনিকভ আরও বলেন, ‘ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে আরও গোলাবারুদ, জ্বালানি, খাদ্য পৌঁছানোর বিকল্প পথ বন্ধ করতে হবে। মূলত শত্রুদের কাছে রসদ সরবরাহের রাস্তা ধ্বংস করা ছাড়া উপায় নেই। তাদের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহার করব আমরা।’