Can't found in the image content. বিএনপির আন্দোলনের স্বপ্ন এবারো মাঠে মারা যাবে: ওবায়দুল কাদের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএনপির আন্দোলনের স্বপ্ন এবারো মাঠে মারা যাবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জুলাই ২৪, ২০২৩

বিএনপির আন্দোলনের স্বপ্ন এবারো মাঠে মারা যাবে: ওবায়দুল কাদের
বিএনপি আন্দোলনকে লাঠিসোটা আর পিকনিক পার্টির সাথে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের স্বপ্ন এবারো মাঠে মারা যাবে।

সোমবার (২৪ জুলাই) আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ কোন সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার । 

এছাড়াও ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০ ভাগ মানুষই শেখ হাসিনাকে সমর্থন করে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই।