বিএনপির তিন অঙ্গ সংগঠন উদ্যোগে 'তারুণ্যের সমাবেশ' শুরু হওয়ার আগেই মঞ্চ ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মঞ্চে থাকা নেতারা।
শনিবার (২২ জুলাই) বেলা পৌনে ২টার দিকে ভেঙে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ।
বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই 'তারুণ্যের সমাবেশে'র আয়োজন করে।
দুপুর থেকেই সমাবেশে আসা নেতা কর্মীদের উজ্জীবিত করতে মঞ্চে চলে প্রতিবাদী গান, দলীয় সংগীত এবং নাটিকা পরিবেশন। এতে করে আস্তে আস্তে মঞ্চে দলীয় নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে। অতিরিক্ত নেতাদের চাপে ভেঙে পড়েছে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ।
এদিকে তারুণ্য সমাজের বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন মন ছাড়াই তারুণ্যের সমাবেশ। তবে সকাল থেকেই ঢাকার এই তারুণ্যের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়। রমনা পার্ক, মৎস্য ভবন, কাকরাইল মোড়, শাহবাগ, হাইকোর্ট মোড়, সেগুনবাগিচা এলাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সমাবেশ স্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ থাকবেন।
তারুণ্যের এ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় রয়েছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।