Can't found in the image content. ঢাকা কলেজের আমিরুল ইসলাম ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত। | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকা কলেজের আমিরুল ইসলাম ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুলাই ২১, ২০২৩

ঢাকা কলেজের আমিরুল ইসলাম ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত।
ঢাকা কলেজ ছাত্রলীগের এস এম আমিরুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের  কাশিয়ানী উপজেলা  নিজামকান্দি ইউনিয়নের কৃতী সন্তান, ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী, এস এম আমিরুল ইসলাম

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরেই তার জন্মভূমি কাশিয়ানী ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আনন্দমিছিল ও মিষ্টি বিতরন করেছে।

এস এম আমিরুল ইসলাম বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ প্রদান করায় কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, দল ও সংগঠন ঘোষিত সকল কার্যক্রমে সক্রিয় থাকবো।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করব।
এসময় তিনি সকলের নিকট দোয়ার নিবেদন জানান।