Can't found in the image content. আধাঘণ্টা ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

আধাঘণ্টা ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ২১, ২০২৩

আধাঘণ্টা ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর
ভারতের রাজস্থানের জয়পুরে আধা ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে। 

শুক্রবার দেশটির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। 

এনসিএস জানায়, শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। 

৩ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ৪টা ২২ মিনিটে। ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ৪ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৪টা ৯মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।