Can't found in the image content. এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক বিকেলে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক বিকেলে

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ২১, ২০২৩

এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক বিকেলে
যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটি আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠক করবে।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়ন, ভবিষ্যৎ করণীয় এবং বর্তমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এতে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এনডিএমের পক্ষ থেকে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে।