ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

বিভিন্ন বন্দর ও জেলা সমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার--- রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

বিভিন্ন বন্দর ও জেলা সমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার--- রেলপথ মন্ত্রী
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, বিভিন্ন বন্দর ও জেলা সমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বিশ্বের উন্নত দেশগুলো যত উন্নত তাদের রেল যোগাযোগ ব্যবস্থাও তত উন্নত, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের পাশাপাশি রেলওয়ের উন্নয়ন করেছেন।

আজ লাকসাম ট্রেন স্টেশনে, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কি.মি. ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। এর পর রেলওয়েকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইলেকট্রিসিটি ব্যবহার করে ঢাকা- নারায়ণগঞ্জ ,ঢাকা- চট্টগ্রাম এবং টঙ্গী - জয়দেবপুর ট্রেন চলাচলের জন্য তুরস্কের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় বিভিন্ন ভাতা দিচ্ছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠন করেছেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা- ঘাট নির্মাণ করেছেন । নির্মানাধীন যমুনা নদীর বঙ্গবন্ধু রেলসেতু, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প, পদ্মা রেল প্রজেক্টসহ রেলওয়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। 

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ব্যহত করার কাজে লিপ্ত রয়েছে ষড়যন্ত্রকারীরা, তারা আবার সন্ত্রাসী হামলার চেষ্টা করছে, জ্বালাও- পোড়াও করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা আশ্রয় দিয়েছে, আজকেও তারা স্বরযন্ত্রে লিপ্ত তাই তারা এখন হিরো আলমকে নিয়ে বিবৃতি‌ দিচ্ছে।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন।