ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইরানে হিজাব আইন লঙ্ঘন করায় অভিনেত্রীর ২ বছরের কারাদণ্ড

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

ইরানে হিজাব আইন লঙ্ঘন করায় অভিনেত্রীর ২ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়। ওই অভিনেত্রীর নাম আফসানেহ বায়েগান। খবর দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের।

ইরানের আইন অনুযায়ী, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই জনসমক্ষে নারীদের মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

আদালত বলেছে, আফসানেহ মানসিক রোগী। পরিবারবিরোধী মনোভাবও রয়েছে তার। এজন্য ৬১ বছর বয়সী এই অভিনেত্রীকে সপ্তাহে অন্তত একবার মানসিক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসার পর স্বাস্থ্য সংক্রান্ত সনদ আদালতের কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিনেত্রী সম্প্রতি এক সিনেমা প্রদর্শনীতে হিজাব না পরে উপস্থিত হয়েছিলেন। এরপর সেই অনুষ্ঠানে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

ইরানে ইসলামি বিপ্লবের পর অভিনয় জগতে খ্যাতি অর্জন করেন আফসানেহ। ১৪শতকে মঙ্গল আক্রমণের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ বিষয়ক ইতিহাস আশ্রিত এক টেলিভিশন সিরিজ ‘সারবেদারান’-এ একটি প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি তিনি।