চলতি বছরের মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)।
পুতিন যদি আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগদান করেন তাহলে চুক্তি স্বাক্ষরকারী সদস্য দেশ হিসাবে আফ্রিকা তাকে গ্রেফতার করতে বাধ্য।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামফোসা আইসিসির কাছে পুতিনকে গ্রেফতার করা হবে না-এমন অনুমতি চান। কারণ, তার মতে পুতিনকে গ্রেফতার করা হলে সেটা হবে যুদ্ধ ঘোষণার শামিল। এএফপি।
পুতিনের সফর নিয়ে দেশটির চলমান বিতর্ক আদালতে গড়িয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স চেষ্টা করছে যাতে রুশ নেতাকে আটক করে আইসিসির হাতে তুলে দেয় সরকার।
কিন্তু আদালতে দাখিল করা এক হলফনামায় রামাফোসা দলটির আবেদনকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এমন পদক্ষেপ নিলে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে।
তিনি বলেছেন, রাশিয়া স্পষ্ট করে বলেছে তাদের প্রেসিডেন্টকে গ্রেফতার করা হবে যুদ্ধ ঘোষণা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর ঝুঁকি নেওয়া আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে।