ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

এসএসসি পরীক্ষার ফল ২৮ জুলাই

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ১৯, ২০২৩

এসএসসি পরীক্ষার ফল ২৮ জুলাই
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে। আগামী ২৮ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এ তথ্য জানিয়েছেন আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বুধবার তিনি বলেন, ২৮ জুলাই ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন তারা।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়। ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।