Can't found in the image content. ঢাকায় সোমবার বিকাল থেকে বন্ধ থাকবে সব জুয়েলারী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকায় সোমবার বিকাল থেকে বন্ধ থাকবে সব জুয়েলারী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, জুলাই ১৭, ২০২৩

ঢাকায় সোমবার বিকাল থেকে বন্ধ থাকবে সব জুয়েলারী
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সোমবার বিকাল থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনের সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

আগামীকাল সোমবার জুয়েলারী ব্যবসায়ীদেরে সংগঠন বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়।

এই উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজন সফল করতে সোমবার বিকেল ৫টার পর ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’